‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ স্থানীয় সরকার বিভাগের আওতায় সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। সরিষাবাড়ি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নির্ধারিত সংখ্যক সদস্য ও ইউপি সচিবগণের অংশগ্রহণে দিনব্যাপী ‘এইচএলপি-উপজেলা কর্মশালা’ ০৬-০২-২০২২ ইং তারিখে সরিষাবাড়ি উপজেলা পরিষদ হল রুমে সফলভাবে সম্পন্ন হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএলজি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সালেহ আহমদ মোজাফফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান, সরিষাবাড়ি উপজেলা জামালপুর। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।
এছাড়াও কর্মশালায় এইচএলপি পিএমইউ ইউনিট থেকে উপস্থিত ছিলেন জনাব প্রকৌশলী মো: নাজমুল হুদা মাসুদ, প্রোগ্রামার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াটার এইড বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মাহফুজুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক-এইচএলপি। স্থানীয় উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠান ‘সাজেদা ফাউন্ডেশন’ এর মাধ্যমে প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রমগুলো বাস্তবায়ন হচ্ছে।
পরবর্তীতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভালো শিখনগুলো উপস্থাপন, গ্যালারী ওয়াক এবং উন্মুক্ত ভোটিং এর মাধ্যমে ০৬ টি ভালো শিখন নির্বাচন করা হয় । ভালো শিখনগুলো নিম্নরুপঃ
১। ১নং সাতপোয়া ইউনিয়ন- জনগণের চলাচলর সুবিধার্থে ১১ লক্ষ টাকা ব্যয়ে একটি কাঠের সাঁকো নির্মাণ।
২। ৮নং মহাদান ইউনিয়ন-পরিবার পরিকল্পনা কেন্দ্রে একটি গ্রামীণ এ্যাম্বুলেন্স সরবরাহ।
৩। ২নং পোগলদিঘা ইউনিয়ন-জলাবদ্ধতা দূরীকরণে ৮ লক্ষ টাকা ব্যয়ে একটি পাইপ লাইন নির্মাণ।
৪। ৪নং আওনা ইউনিয়ন-মহিলাদের জন্য সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।
৫। ৩নং ডুয়াইল ইউনিয়ন- প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অটো গাড়ী সরবরাহ।
৬। ১ নং সাতপোয়া ইউনিয়ন-কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা বাড়াতে পানির ট্যাংক, চেয়ার, র্যাক, সিলিং ফ্যান ইত্যাদি বিতরণ।
পরবর্তীতে উপজেলা পরিষদের সমন্বয় সভা এবং ইউনিয়ন পরিষদের মাসিক সভায় উপস্থাপন ও আলোচনা করা হবে। পরিশেষে নির্বাচিত ভালো শিখনগুলো পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনময় সফর পরিকল্পনার মাধ্যমে এ কর্মশালার কার্যক্রম সমাপ্ত হয়।